Geography
স্থলবায়ু কাকে বলে? স্থলবায়ুর বৈশিষ্ট্য: (Terrestrial air).
স্থলবায়ু একপ্রকার সাময়িক বায়ু। সমুদ্র সংলগ্ন অঞ্চলে রাতের বেলায় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে 'স্থলবায়ু' বলা হয়।
স্থলবায়ু উৎপত্তি:
স্থলভাগের তুলনায় জলভাগ উষ্ণ হয় এবং তাড়াতাড়ি শীতল হয়, এর ফলে স্থলভাগ ও জলভাগের মধ্যে তাপমাত্রার তারতম্য হয়। রাত্রিবেলা স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে যখন ঠান্ডা হয়, জলভাগ তখনও উষ্ণ থাকে। ফলে স্থলভাগ থেকে ঠান্ডা বায়ু জলভাগের দিকে ছুটে যায়। বিশেষভাবে ভোররাতের দিকে এই বায়ু প্রবাহিত হয়।
স্থলবায়ুর বৈশিষ্ট:
● স্থলবায়ু একধরনের সাময়িক বায়ু।
● স্থল বায়ুপ্রবাহ একটি দৈনন্দিন ঘটনা।
● প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই বায়ু প্রবাহিত হয়।
● জলভাগ ও স্থলভাগের মধ্যে তাপমাত্রার তারতম্যে এই বায়ু প্রবাহিত হয়।
● রাতেরবেলা স্থলবায়ু প্রবাহিত হয়।
স্থলভাগ থেকে সমুদ্রের দিকে এই বায়ু প্রবাহিত হয়।
● স্থলবায়ুর গতিবেগ সমুদ্রবায়ুর গতিবেগের থেকে কম।
● সাধারণত এই বায়ুর প্রভাব উপকূল থেকে স্থলভাগের অভ্যন্তরে ১৫০ কিমি পর্যন্ত থাকে।
মৌসুমি বায়ুকে সাময়িক বায়ু বলা হয় কেন?
স্থানীয় উচ্চচাপ ও নিম্নচাপ এর উপর নির্ভর করে দিনের বিভিন্ন সময়ে বা বছরের বিভিন্ন ঋতুতে সাময়িকভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। সাময়িক বায়ুর চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলা হয়।
0 Comments: