ভারতে ভূমি সংস্কারের কর্মসূচি শুরু হয় প্রথম যোজনাকালে (১৯৫৫ সালে)। ভারতের ভূমি সংস্কার হল একটি প্রাতিষ্ঠানিক সংস্কার ও একটি ব্যয়হীন পদ্ধতি।
- ভূমি সংস্কারের উপাদান:
জমিদার ও জমিদারসৃষ্ট মধ্যসত্বভোগীরা ঔপনিবেশিক শক্তির শোষণযন্ত্র ছিল, তার থেকে রেহাই পেতে জমির মালিকানা সরাসরি কৃষকদের হাতে তুলে দিতে এই ব্যবস্থা।
(খ) প্রজাস্বত্বের সংস্কার সাধন:
এর তিনটি উপাদান হল–
খাজনার নিয়ন্ত্রণ।
প্রজাসত্বের নিরাপত্তা প্রদান।
কৃষিজীবীদের জমিতে মালিকানার অধিকার প্রদান।
(গ) কৃষির পুনর্গঠন:
এর উপাদান গুলি হল;
জোতের ঊর্ধ্বসীমা নির্ধারণ এবং এর মাধ্যমে জমির পুনর্বণ্টন:—
জোতের ঊর্ধ্বমাত্রা মুখ্য উদ্দেশ্য উদ্বৃত্ত জমি ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মধ্যে বণ্টিত করে কৃষি জমির মালিকানার ক্ষেত্রে ন্যায়নীতির প্রবর্তন করা। গোয়া, মেঘালয়, অরুনাচল প্রদেশ, মিজোরাম ও নাগাভূমিতে জমির মালিকানা সাধারণের থাকায় এই আইন পাশ হয়নি।
জোতের সংহতিসাধন:—
জমিতে মূলধন বিনিয়োগ ও অন্যান্য উপকরণ প্রয়োগের অন্যতম অসুবিধা হল যে ভারতে জমিগুলো অতিমাত্রায় ক্ষুদ্র ও বিক্ষিপ্ত। তাই প্রয়োজন ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমির সংহতিসাধন, যাতে বড় বড় খামার গড়ে সেচ ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায়। জোতের সংহতিসাধন সর্বাধিক হয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা।
সমবায় চাষ:— সমবায় কৃষি মারফত ক্ষুদ্র ক্ষুদ্র জোতের সংহতি সাধন করে নিবিড় ও বৃহদায়তন কৃষিকাজ সম্পাদনের আশা করা হয়।
জমির বিবরণী:— জমির নির্ভুল ও সর্বাধুনিক বিবরণী থাকা প্রয়োজন। অন্যথায় ভূমি সংস্কারের কার্যক্রম ব্যর্থ হবে। জমিজরিপ, রাজস্ব নির্ধারণ ও আধুনিক কৃষিজ যন্ত্রপাতি প্রয়োগের সম্ভাব্যতা নিরীক্ষা করা যায়। এছাড়াও জমির বিবরণীর কম্পিউটারাইজেশন করা হচ্ছে।
- ভূমি সংস্কারের উদ্দেশ্য:
- কৃষির উৎপাদনশীলতা তথা মোট উৎপাদন বৃদ্ধি।
- গ্রামীণ অর্থনীতিতে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ।
- ভূমিহীন, কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সামাজিক মর্যাদা তথা আর্থিক সমৃদ্ধি ঘটানো।
- উত্তরাধিকাসূত্রে প্রাপ্ত অতীততের কৃষিকাঠামোর দরুন কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির পথে যেসমস্ত প্রতিবন্ধকতার আবির্ভাব ঘটেছে, তা দূর করতে হবে ভূমিসংস্কারের মাধ্যমে।
- শোষনমূলক সম্পর্ক ও অন্যায়ের অবসান ঘটিয়ে প্রতিটি গ্রামীণ জনসাধরণের জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
- ভারতের ভূমি সংস্কারের পথে বাধা:
- রাজনৈতিক সদিচ্ছার অভাব।
- প্রশাসনিক দুর্বলতা।
- দেশের গরিব জোটবদ্ধ হওয়ার ব্যর্থতা।
পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন;
0 Comments: