INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ভারতের ভূমি সংস্কার: (Land Reforms in India).

ভারতের ভূমি সংস্কার: (Land Reforms in India).

ভারতে ভূমি সংস্কারের কর্মসূচি শুরু হয় প্রথম যোজনাকালে (১৯৫৫ সালে)। ভারতের ভূমি সংস্কার হল একটি প্রাতিষ্ঠানিক সংস্কার ও একটি ব্যয়হীন পদ্ধতি।


  • ভূমি সংস্কারের উপাদান:
(ক) মধ্যস্বত্বভোগীদের বিলোপ সাধন:
জমিদার ও জমিদারসৃষ্ট মধ্যসত্বভোগীরা ঔপনিবেশিক শক্তির শোষণযন্ত্র ছিল, তার থেকে রেহাই পেতে জমির মালিকানা সরাসরি কৃষকদের হাতে তুলে দিতে এই ব্যবস্থা।

(খ) প্রজাস্বত্বের সংস্কার সাধন:
এর তিনটি উপাদান হল–
খাজনার নিয়ন্ত্রণ।
প্রজাসত্বের নিরাপত্তা প্রদান।
কৃষিজীবীদের জমিতে মালিকানার অধিকার প্রদান।

(গ) কৃষির পুনর্গঠন:
এর উপাদান গুলি হল;
জোতের ঊর্ধ্বসীমা নির্ধারণ এবং এর মাধ্যমে জমির পুনর্বণ্টন:—
জোতের ঊর্ধ্বমাত্রা মুখ্য উদ্দেশ্য উদ্বৃত্ত জমি ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মধ্যে বণ্টিত করে কৃষি জমির মালিকানার ক্ষেত্রে ন্যায়নীতির প্রবর্তন করা। গোয়া, মেঘালয়, অরুনাচল প্রদেশ, মিজোরাম ও নাগাভূমিতে জমির মালিকানা সাধারণের থাকায় এই আইন পাশ হয়নি।

জোতের সংহতিসাধন:—
জমিতে মূলধন বিনিয়োগ ও অন্যান্য উপকরণ প্রয়োগের অন্যতম অসুবিধা হল যে ভারতে জমিগুলো অতিমাত্রায় ক্ষুদ্র ও বিক্ষিপ্ত। তাই প্রয়োজন ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমির সংহতিসাধন, যাতে বড় বড় খামার গড়ে সেচ ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায়। জোতের সংহতিসাধন সর্বাধিক হয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা।

সমবায় চাষ:— সমবায় কৃষি মারফত ক্ষুদ্র ক্ষুদ্র জোতের সংহতি সাধন করে নিবিড় ও বৃহদায়তন কৃষিকাজ সম্পাদনের আশা করা হয়।

জমির বিবরণী:— জমির নির্ভুল ও সর্বাধুনিক বিবরণী থাকা প্রয়োজন। অন্যথায় ভূমি সংস্কারের কার্যক্রম ব্যর্থ হবে। জমিজরিপ, রাজস্ব নির্ধারণ ও আধুনিক কৃষিজ যন্ত্রপাতি প্রয়োগের সম্ভাব্যতা নিরীক্ষা করা যায়। এছাড়াও জমির বিবরণীর কম্পিউটারাইজেশন করা হচ্ছে।

  • ভূমি সংস্কারের উদ্দেশ্য:
  1. কৃষির উৎপাদনশীলতা তথা মোট উৎপাদন বৃদ্ধি।
  2. গ্রামীণ অর্থনীতিতে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ।
  3. ভূমিহীন, কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সামাজিক মর্যাদা তথা আর্থিক সমৃদ্ধি ঘটানো।
  4. উত্তরাধিকাসূত্রে প্রাপ্ত অতীততের কৃষিকাঠামোর দরুন কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির পথে যেসমস্ত প্রতিবন্ধকতার আবির্ভাব ঘটেছে, তা দূর করতে হবে ভূমিসংস্কারের মাধ্যমে।
  5. শোষনমূলক সম্পর্ক ও অন্যায়ের অবসান ঘটিয়ে প্রতিটি গ্রামীণ জনসাধরণের জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।

  • ভারতের ভূমি সংস্কারের পথে বাধা:
  1. রাজনৈতিক সদিচ্ছার অভাব।
  2. প্রশাসনিক দুর্বলতা।
  3. দেশের গরিব জোটবদ্ধ হওয়ার ব্যর্থতা। 
পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন;

0 Comments: