INFO Breaking
Live
wb_sunny

Breaking News

আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযান: (Alauddin Khalji's expedition to the Deccan).

আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযান: (Alauddin Khalji's expedition to the Deccan).

সুলতানি শাসনের মধ্যে আলাউদ্দিন খলজি প্রথম দাক্ষিণাত্য অভিযান চালিয়েছিলেন। আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন তাঁর বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুর।


👉 দেবগিরির রাজা রামচন্দ্র পূর্ব প্রতিশ্রুতি মতো বার্ষিক কর দেওয়া বন্ধ করলে আলাউদ্দিন ১৩০৬ খ্রিস্টাব্দে মালিক কাফুরকে দেবগিরির বিরুদ্ধে অভিযানে পাঠান। দেবগিরির রাজা রামচন্দ্র আলাউদ্দিনের বশ্যতা স্বীকার করেন।

👉 ১৩০৮ খ্রিস্টাব্দে মালিক কাফুর বরঙ্গলের কাকতীয় বংশীয় রাজা দ্বিতীয় প্রতাপরুদ্রকে আত্মসমর্পণে বাধ্য করেন।

👉 ১৩১০ খ্রিস্টাব্দে মালিক কাফুর হোয়সল রাজ্য অতর্কিতে আক্রমণ করে হোয়সলরাজ তৃতীয় বীরবল্লালকে আত্মসমর্পণে বাধ্য করেন।

👉 ১৩১১ খ্রিস্টাব্দে কাফুর পাণ্ড্য রাজ্য আক্রমণ করেন এবং সহজেই জয়লাভ করেন। তিনি সেতুবন্ধ রামেশ্বরম পর্যন্ত অগ্রসর হন এবং প্রচুর ধনরত্ন নিয়ে দিল্লিতে ফিরে আসেন।

👉 ১৩১৩ খ্রিস্টাব্দে কাফুরকে পুনরায় দেবগিরির বিরুদ্ধে পাঠানো হয়। রামচন্দ্রের পুত্র শঙ্কর পিতৃ প্রতিশ্রুতি অনুযায়ী করদান বন্ধ করে দিলে কাফুর শঙ্করকে পরাজিত ও নিহত করেন। দেবগিরিতে দিল্লির প্রভুত্ব স্থাপন করে কাফুর হোয়সল রাজ্য দিল্লির সাম্রাজ্যভুক্ত করেন।
এইভাবে ক্রমাগত অভিযান চালিয়ে আলাউদ্দিন সমগ্র দক্ষিণ ভারতে নিজ প্রভৃত্ব স্থাপন করেন।

প্রকৃতপক্ষে আলাউদ্দিন খলজী প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটিয়ে এই সাম্রাজ্যকে সর্বভারতীয় রূপ ধারণ করেছিলেন।

0 Comments: