Europeanhistory
History
জুলাই বিপ্লব সম্পর্কে রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গি:
জুলাই বিপ্লবের পর (১৮৩০) ফরাসি পার্লামেন্টের নির্দেশে অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন লাভ করেন। এটি 'জুলাই রাজতন্ত্র' নামে পরিচিত।
ফ্রান্সের স্বৈরাচারী শাসক দশম চার্লসের অপশাসনের বিরুদ্ধে ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব শুরু হয়। এই বিপ্লব ইউরোপে স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে ব্যাপক আলোড়ন তোলে। ভারতের সমাজ সংস্কারক এবং ‘ভারতের আধুনিক মানুষ’ রাজা রামমোহন রায় ইউরোপের জুলাই বিপ্লবের প্রতি আন্তরিক সমর্থন জানান।
যেসব কারণগুলির জন্য তিনি জুলাই রাজতন্ত্র কে সমর্থন করেছিলেন সেগুলি হল:-
(১) জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের স্বৈরাচারী বুরবোঁ রাজবংশের পতন ঘটে ও সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
(২) ফ্রান্সে গির্জার কবল থেকে শিক্ষাব্যবস্থা মুক্ত।
(৩) প্রত্যেক নাগরিকের জন্য ধর্মনিরপেক্ষতার আদর্শ গৃহীত হয়।
(৪) লন্ডনে ১৮৩০ খ্রিস্টাব্দে সম্মেলনের পর বেলজিয়ামের স্বাধীনতা ও জাতীয়তাবাদ (১৮৩০) স্বীকৃতি পায়।
(৫) স্পেন, পোর্তুগাল ও সুইটজারল্যান্ডে উদার সংবিধান প্রবর্তিত হয়।
(৬) প্রাশিয়া, ইংল্যান্ডে, রাশিয়া প্রভৃতি স্থানেও নতুন করে সংবিধানিক সংস্কার কার্যকর হয়েছিল।
তাই রামমোহন রায় সংস্কারক রূপে জুলাই বিপ্লবের সাফল্যে ভীষণভাবে উল্লসিত হন।
0 Comments: