INFO Breaking
Live
wb_sunny

Breaking News

দাক্ষিণাত্য হাঙ্গামা: (Deccan commotion).

দাক্ষিণাত্য হাঙ্গামা: (Deccan commotion).

ভারতের কৃষির বাণিজ্যিকীকরণের প্রভাবেই দাক্ষিণাত্য হাঙ্গামা ঘটেছিল বলা চলে। উনিশ শতকের দ্বিতীয়ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বাড়ে। ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায়। কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর তুলোর দাম একদম কমে গেলে চাষিরা বিপাকে পড়েন। উপরন্তু কৃষকদের থেকে চড়া হারে রাজস্ব আদায় করা হতে থাকে। তার ওপর খরা ও অজন্মার ফলে কৃষকসমাজ খুবই দুর্দশায় পড়েন। এই সুযোগ নিয়ে সাহুকর মহাজনরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্যের তুলোচাষিরা বিদ্রোহ ঘোষণা করেন। একই দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়।



0 Comments: