politicalscience
রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্ব: (Marxian State Theory).
রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে এক সাড়া জাগানো বৈজ্ঞানিক মতবাদ হল মার্কসবাদ। কার্ল মার্কসের গ্রন্থেই রাষ্ট্রচিন্তার মূল সূত্রগুলি অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতির সন্ধান পাওয়া যায়।
মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব নিম্নে আলোচনা করা হল—
আকস্মিকভাবে রাষ্ট্রের উৎপত্তি হয়নি:
কার্ল মার্কস মনে করেন। রাষ্ট্র হল বল বা শক্তির উপর প্রতিষ্ঠিত একটি কৃত্রিম প্রতিষ্ঠান। আদিম সাম্যবাদী সমাজ ছিল রাষ্ট্রহীন। পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের যোগান হ্রাস পাওয়ায় মানুষে মানুষে শ্রেণিদ্বন্দ্বের সৃষ্টি হলে শোষণ ও বলপ্রয়োগের প্রয়োজন হয়। যার ফলে সমাজে এক বিশেষ শক্তি হিসেবে মানুষই রাষ্ট্র নামক প্রতিষ্ঠান সৃষ্টি করে।
রাষ্ট্র শ্রেণিশোষণের হাতিয়ার:
রাষ্ট্র হল একটি শ্রেণি কর্তৃক অন্য শ্রেণিকে শাসন ও শোষণের যন্ত্রবিশেষ, যা বলপ্রয়োগমূলক হাতিয়ার হিসেবে শ্রেণিবিভক্ত সমাজে সম্পত্তির মালিকানার নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্ত হয়। বলাবাহুল্য, ক্ষমতাশালী মুষ্টিমেয় শ্রেণি দুর্বল— সম্মতিহীন সংখ্যাগরিষ্ঠ শ্রেণিকে শোষণ করে এবং রাষ্ট্রকে শোষণের হাতিয়ার করে তোলে। মার্কসের মতে, রাষ্ট্র হল শ্রেণিশোষণের যন্ত্র।
বিভিন্ন সমাজব্যবস্থায় রাষ্ট্র:
কার্ল মার্কস বলেন, মানবসমাজের ইতিহাস হল শ্রেণিসংগ্রামের ইতিহাস। বিভিন্ন সমাজব্যবস্থায় রাষ্ট্রের প্রকৃতি ও ভূমিকাকে মার্কস ও এঙ্গেলস ৫ টি পর্যায়ের মাধ্যমে বিশ্লেষণ করেছেন।
যথা—
- আদিম সাম্যবাদী সমাজ।
- দাস সমাজ।
- সামন্ততান্ত্রিক সমাজ।
- ধনতান্ত্রিক সমাজ।
- সমাজতান্ত্রিক সমাজ।
রাষ্ট্রের অবলুপ্তি:
সমাজতান্ত্রিক সমাজে শোষণের অবসান ঘটলে, শোষণরূপ যন্ত্র হিসেবে রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে। ফলস্বরূপ শ্রেণিহীন-শোষণহীন সাম্যবাদী সমাজ গড়ে উঠবে। এই সাম্যবাদী সমাজের মূলনীতি হবে- প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী ভোগ করবে।
রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্বের সমালোচনা:
রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্বকে বিভিন্নভাবে সমালোচনা করা হয়েছে।
যেমন— মার্কসীয় তত্ত্বে রাষ্ট্র শুধুমাত্র শ্রেণিশোষণের যন্ত্র হিসেবে বিবেচিত হওয়ায় রাষ্ট্রের প্রজাকল্যাণমূলক কাজ এখানে গুরুত্বহীন হয়ে পড়েছে। তা ছাড়া সমালোচকরা বলেছেন, সমাজতন্ত্রের পরে মার্কস যে রাষ্ট্রহীন সমাজের কথা বলেছেন তা কাল্পনিক তত্ত্ব। কারণ রাশিয়া ও পূর্ব ইউরোপে দীর্ঘকালব্যাপী সমাজতন্ত্রের অস্তিত্ব থাকা সত্ত্বেও রাষ্ট্রের অবলুপ্তি হয়নি।
পরিশেষে বলা যায়, মার্কসবাদীরা মনে করেন, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি বিষয়ক মতবাদগুলির মধ্যে শুধুমাত্রমার্কসবাদই বিজ্ঞাননির্ভর। তাই বলা যেতে পারে, রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় ধারণা যেমন সত্য ছিল, সত্য আছে, তেমনি ভবিষ্যতেও থাকবে।
0 Comments: