INFO Breaking
Live
wb_sunny

Breaking News

স্পেনে গৃহযুদ্ধের কারণ ও ফলাফল;

স্পেনে গৃহযুদ্ধের কারণ ও ফলাফল;


গণতন্ত্র ও শান্তি দুইই গভীর সংকটে জড়িত হয়। একনায়কতন্ত্রী ও সমর বাদীশক্তি গুলি দেশে দেশে গণতন্ত্র নিধনে অগ্রসর হয় আর অন্যদিকে শান্তি ও নিরপত্তার পক্ষে বিপদজনক হয়ে ওঠে। এরই প্রমাণ মেলে স্পেনের গৃহযুদ্ধ।


স্পেনের গৃহযুদ্ধের কারণ:
১. স্পেনে রাজতন্ত্রকে উচ্ছেদ করে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও এই সরকার জনগণের আস্তাভাজন ছিল না।

২. স্পেনের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শগত পার্থক্য রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছিল।

৩. স্পেনের বিত্তশালী মানুষেরা স্পেনের নবগঠিত প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদীদের সঙ্গে জোট বদ্ধ হয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে।

স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব/ফলাফল:
স্পেনের ভেতরের ও বাইরের রাজনীতি দুটি ক্ষেত্রে স্পেনের গৃহযুদ্ধ ছিল গুরুত্বপূর্ণ।

স্পেনের ফ্যাসিস্ট সরকার গঠন:
ফ্রাঙ্কের  অধিনায়কত্বে স্পেনে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়।

গণতান্ত্রিক দেশ গুলির কূটনীতিক পরাজয়:
স্পেনের গৃহযুদ্ধের ফলে ব্রিটেন, ফ্রান্স, অন্যান্য ষ্টতিক পরাজয় ঘটেছিল।

জার্মানি ও ইতালির উপকার:
জার্মানি ও ইতালি বিশেষত জার্মান নানা ভাবে উপকৃত হয়েছিল। এই গৃহযুদ্ধ অংশ নিয়ে হিটলার উপকৃত হয়েছিল, এই গৃহযুদ্ধ অংশ নিয়ে হিটলার তার বিমানবাহিনীর দক্ষতা ও বিভিন্ন মারণাস্ত্রের ক্ষমতা পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মহড়া:
ব্রিটেন ও ফ্রান্সের কুটনৈতিক দূর্বলতার সুযোগ নিয়ে হিটলার বিস্তারনীতি অনুসরণ করতে সচেষ্ট হন। এই সব বিবেচনা করে এই গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলে আখ্যা দেওয়া অযৌক্তিক নয়।

0 Comments: