INFO Breaking
Live
wb_sunny

Breaking News

অ্যাপোজি ও পেরিজি (Apogee and Perigee) কি?

অ্যাপোজি ও পেরিজি (Apogee and Perigee) কি?

অ্যাপোজি কি?

চাঁদের উপবৃত্তাকার কক্ষপথ ও সেই কক্ষপথের নাভিতে পৃথিবীর অবস্থানের জন্য পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বদা সমান হয় না। প্রতি 27⅓ দিনে একবার পূর্ণ পরিক্রমণ কালে যখন চাঁদের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্রের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়, তখন সেই অবস্থানকে অ্যাপোজি বলে। এই অবস্থানে পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের দূরত্ব হয় প্রায় 4.07 লক্ষ কিমি। অ্যাপোজি অবস্থানের সময় জোয়ারের প্রাবল্য স্বাভাবিকের থেকে প্রায় 20% কম হয়।

পেরিজি কি?
চাঁদের উপবৃত্তাকার কক্ষপথ ও সেই কক্ষপথের নাভিতে পৃথিবীর অবস্থানের জন্য পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বদা সমান হয় না। প্রতি 27⅓ দিনে একবার পূর্ণ পরিক্রমণ কালে যখন চাঁদের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্রের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, তখন সেই অবস্থানকে পেরিজি বলে। এই অবস্থানে পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের দূরত্ব হয় প্রায় 3.56 লক্ষ কিমি। পেরিজি অবস্থানের সময় জোয়ারের প্রাবল্য স্বাভাবিকের থেকে প্রায় 20% বেশী হয়।


0 Comments: