INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ভরা কোটাল ও মরা কোটাল বলতে কী বোঝো?

ভরা কোটাল ও মরা কোটাল বলতে কী বোঝো?

 ভরা কোটাল বলতে কী বোঝো?

সংজ্ঞা: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, সূর্য ও চন্দ্র যখন একই সরলরেখায় অবস্থান করে এবং চন্দ্র ও সূর্যের আকর্ষণে চন্দ্র-সূর্যের নিকটবর্তী পৃথিবীপৃষ্ঠের জলরাশি প্রবলভাবে ফুলে ওঠে, তখন তাকে ভরা কোটাল বলে।

সংঘটন কাল: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কোটাল সংঘটিত হয়।

চন্দ্র ও সূর্যের অবস্থান: পূর্ণিমা তিথিতে ভরা কোটালের সময় পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝখানে অবস্থান করে। আর অমাবস্যা তিথিতে ভরা কোটালের সময় সূর্য ও চন্দ্র পৃথিবীর একই দিকে একই সরলরেখায় অবস্থান করে।

জোয়ারের প্রাবল্য: ভরা কোটালে জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি হয় অর্থাৎ এক্ষেত্রে সর্বাধিক জলস্ফীতি ঘটে।



মরা কোটাল বলতে কী বোঝো?

সংজ্ঞা: কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য যখন পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে তখন বিপরীতমুখী আকর্ষণের ফলে যে অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির জলস্ফীতি বা জোয়ার সংঘটিত হয়, তাকে মরা কোটাল বলে।  
সংঘটন কাল: কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কটাল সংঘটিত হয়।

চন্দ্র-সূর্যের অবস্থান: মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে।

জোয়ারের প্রাবল্য: মরা কোটালে জোয়ারের প্রাবল্য সবচেয়ে কম হয় অর্থাৎ এক্ষেত্রে স্বল্প জলস্ফীতি ঘটে।

0 Comments: