ষাঁড়াষাঁড়ি বান কি?

ষাঁড়াষাঁড়ি বান কি?

বর্ষাকালে অমাবস্যার ভরা কোটালের সময় হুগলি নদীতে জলস্ফীতির মাত্রা এত বেশি হয় যে ওই অবস্থাকে দুটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের যুদ্ধকালীন অবস্থার সাথে তুলনা করে ষাঁড়াষাঁড়ি বান বলা হয়।



বর্ষাকালে আমাবস্যার ভরা কোটালের সময় সমুদ্রের জল অধিক ফুলে উঠে হুগলী নদীর মোহনা থেকে প্রবল বেগে নদী প্রবাহের বিপরীত দিকে নদী খাতের মধ্য দিয়ে  জলোচ্ছ্বাস ঘটিয়ে গর্জন করতে করতে প্রবাহিত হয়। এই সময় ঢেউয়ের উচ্চতা প্রায় ৫-৮ মিটার পর্যন্ত হয়।হুগলী নদীর মোহনা অগভীর, সংকীর্ণ ও ফানেল আকৃতির বলে এবং এই নদীর মোহনায় অসংখ্য বালির চরা আছে বলে আমাবস্যার ভরা কোটালের সময় এই ষাঁড়াষাঁড়ি বান ডাকার ঘটনা ঘটে। এই ষাঁড়াষাঁড়ি বানের বলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাসে নদী বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এবং জমি লবণাক্ত হয়ে পড়ে।

0 মন্তব্যসমূহ