অক্টোবর ও নভেম্বর মাসে মকরক্রাত্তীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় ভারত মহাসাগরের জলভাগ ভারতের স্থালভাগ অপেক্ষা অধিক উতপ্ত হয়। ফলে ভারতের স্থলভাগ থেকে উচ্চচাপের বায়ু ভারত মহাসাগরের নিম্নচাপের দিকে ধাবিত হয়। এই বায়ুর সঙ্গ অপেক্ষাকৃত আর্দ্র দক্ষিণ-পশ্চিম বায়ুর সংঘর্ষে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণি বাতাসের সৃষ্টি হয় তাকে 'আশ্বিনের ঝড়' বলে।
0 Comments: