INFO Breaking
Live
wb_sunny

Breaking News

মৌসুমি বিস্ফোরণ (Burst of Monsoon) কাকে বলে?

মৌসুমি বিস্ফোরণ (Burst of Monsoon) কাকে বলে?

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা ভারতে যেখানে যখন মরশুমের প্রথম বৃষ্টিপাত হয় (বিশেষত মালাবার উপকূলের পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে) সেই বৃষ্টিপাতকে সেখানে বর্ষারম্ভের সূচনা বলে গণ্য করা হয়। এই বর্ষারম্ভের সূচনা যেন একটু আকস্মিকভাবেই হয়। প্রচুর মেঘের ঘনঘটা, গর্জন ও বিদ্যুতের ঝলকানিসহ প্রবল বর্ষণ, তাই বর্ষারত্তের এই সূচনাকে বলা হয় ‘মৌসুমি বায়ুর বর্ষা বিস্ফোরণ’ বা মৌসুমি বিস্ফোরণ’ (Burst of Monsoon)।




0 Comments: