INFO Breaking
Live
wb_sunny

Breaking News

দশম শ্রেণী প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা; SAQ  প্রশ্নোত্তর;

দশম শ্রেণী প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা; SAQ প্রশ্নোত্তর;


১. ইংরাজি হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উঃ- গ্রিক শব্দ হিস্ট্রোরিয়া (Historia), যার অর্থ 'অনুসন্ধান' এবং ল্যাটিন শব্দ হিস্ট্রর (Histor), যার অর্থ 'জ্ঞান' থেকে।

২. ইতিহাসের জনক কাকে বলা হয়?
উঃ- হেরোডোটাস।

৩. আধুনিক ইতিহাস চর্চাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে কে অভিহিত করেছেন?
উঃ- ঐতিহাসিক জি.এম. ট্রেভেলিয়ন।

৪. নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কি?
উঃ- সাধারণ মানুষের ইতিহাস।

৫. প্রথম নতুন সামাজিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ কে নিয়েছিলেন?
উঃ- মিশেল ফুকো।

৬. 'ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- মিশেল ফুকো।

৭. 'সোস্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ইন ইংল্যান্ড' কবে কেন গড়ে উঠে?
উঃ- ১৯৬৫ খ্রিস্টাব্দে, নতুন সামাজিক ইতিহাস চর্চার জন্য।

৮. নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে শুরু হয়েছিল?
উঃ- ১৯৬০ এর দশকে।

৯. নতুন সামাজিক ইতিহাস চর্চার জন্য ফ্রান্সে অ্যানাল স্কুল ও অ্যানাল পত্রিকা গোষ্ঠী কবে গঠিত হয়?
উঃ- ১৯২৯ খ্রিস্টাব্দে।

১০. নতুন সামাজিক ইতিহাসের "স্বর্ণযুগ" কবে শুরু হয়?
উঃ- ১৯৭০ এর দশকে।

১১. নতুন সামাজিক ইতিহাস চর্চার সঙ্গে সম্পর্কিত ভারতের কয়েকজন ঐতিহাসিকের নাম লেখ।
উঃ- ড.রণজিৎ গুহ, ড.জ্ঞানেন্দ্র পান্ডে, ড. গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, সুমিত সরকার, ড. পার্থ চ্যাটার্জি প্রমুখ।

১২. কোন কাব্যে প্রাচীন ভারতের মেয়েদের জলক্রিয়া ও উদ্যান চর্চার উল্লেখ আছে?
উঃ- ধোয়ীয় পবনদূত কাব্যে।

১৩. প্রাচীন ভারতের কয়েকটি  প্রচলিত খেলার নাামলেখ?
উঃ- হা-ডু-ডু, ডাঙ্গুলী, কুস্তি, গরু মোষের লড়াই, দড়ি খেলা, লাঠি খেলা, কানামাছি খেলা ইত্যাদি।

১৪. মহরমের সময় প্রদর্শিত দুটি খেলার নাম লেখ।
উঃ- লাঠি খেলা ও তরোয়াল খেলা।

১৫. বিংশ শতকের  দুজন বাঙালি মল্লবিদের নাম লেখ?
উঃ- যতীন্দ্র প্রসাদ গুহ ও ফণীন্দ্র কৃষ্ণ গুহ।

১৬. কোন‌ বাঙালি মল্লবিদ  গোবর গুহ নামে পরিচিত?
উঃ- যতীন্দ্র প্রসাদ গুহ।

১৭. কোন খেলাকে বাইশ গজের খেলা বলা হয়?
উঃ- ক্রিকেট।

১৮. কোথায় এবং কবে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল?
উঃ- ১৭০৯ খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের ডাটফোর্টের সারে তে।

১৯. ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স (ICC) কবে গঠিত হয়?
উঃ- ১৯৬৫ খ্রিস্টাব্দে।

২০. ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্সের নাম পরিবর্তন করে কবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) রাখা হয়?
উঃ- ১৯৮৯ খ্রিস্টাব্দে।

২১. প্রথম পুরুষ বিশ্বকাপ ক্রিকেট খেলা কবে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ- ১৯৭৫ খ্রিষ্টাব্দে।

২২. কবে এবং কোথায় প্রথম মহিলা ক্রিকেট ক্লাব তৈরি হয়?
উঃ- ১৮৮৭ খ্রিস্টাব্দে, ইংল্যান্ডে।

২৩. প্রথম মহিলা  ক্রিকেট বিশ্বকাপ খেলা কবে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ- ১৯৭৩ খ্রিস্টাব্দে, ইংল্যান্ডে।

২৪. ডিম্বাকৃতির ফুটবলকে কি বলা হয?
উঃ- রাগবি।

২৫. কোথায় এবং কবে প্রথম রাগবি খেলা চালু হয়েছিল?
উঃ- ১৮২৩ খ্রিস্টাব্দে, ইংল্যান্ডে।

২৬. ফুটবল অ্যাসোসিয়েশন (FA) কবে কোথায় গঠিত হয়?
উঃ- ১৮৬৩ খ্রিস্টাব্দে লন্ডনে।

২৭. কলকাতায় মোহনবাগান দল কবে গঠিত হয়েছিল?
উঃ- ১৮৮৯ খ্রিস্টাব্দে।

২৮. মোহনবাগান ক্লাব কবে IFA শিল্ড জয় করেছিল?
উঃ- ১৯১১ খ্রিস্টাব্দে ২৯ শে জুলাই।

২৯. মোহনবাগান ক্লাব কাদের হারিয়ে আই. এফ. এ.(IFA) শিল্ড জয়  করেছিল?
উঃ- ইউরোপীয় সিভিল ও মিলিটারি দলকে হারিয়ে।

৩০. ব্রিটিশ সরকার কবে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিল?
উঃ- ১৯১১ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর।

৩১. অলিম্পিকে ভারতীয় হকি দল মোট কতবার গোল্ড মেডেল জিতেছে?
উঃ- ৮ বার।

৩২. হকির জাদুকর কাকে বলা হয়?
উঃ- ভারতীয় হকি দলের ক্যাপ্টেন মেজর ধ্যানচাঁদকে।

৩৩. ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়?
উঃ- ২৯শে আগস্ট (ধ্যানচাঁদের জন্মদিন)।

৩৪. কবে কবাডির পরিবর্তে ভারতে হকি খেলা জাতীয় খেলার মর্যাদা পায়?
উঃ- ১৯৯৬ খ্রিস্টাব্দে।

৩৫. ভারতের কোথায় এবং কবে প্রথম ফুটবল খেলার আসর বসেছিল?
উঃ- ১৮৫৪ খ্রিস্টাব্দে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে, কলকাতার এসপ্ল্যানেড ময়দানে।

৩৬. ভারতের তথা বাংলার প্রথম ফুটবলারের নাম কি?
উঃ- নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।

৩৭. ভারতের প্রথম ক্রিকেট ক্লাবের নাম কি?
উঃ- ক্যালকাটা ক্রিকেট ক্লাব।

৩৮. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৭৯২ খ্রিষ্টাব্দ।

৩৯. প্রথম ভারতীয় ওভারহেড বোলারের নাম কি?
উঃ- নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।

৪০. কলকাতায় টাউন ক্লাব কে তৈরি করেছিলেন?
উঃ- সারদারঞ্জন রায়।

৪১. কারা ভারতে প্রথম হকি খেলার প্রচলন করেছিলেন?
উঃ- ব্রিটিশ সামরিক অফিসাররা, ভারতীয় সেনাদের মধ্যে।

৪২. হকি খেলার সঙ্গে যুক্ত কলকাতার একটি ক্লাবের নাম লেখ।
উঃ- ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব।

৪৩. ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৯৬ খ্রিষ্টাব্দে।

৪৪. খেলার ইতিহাসের সঙ্গে সম্পর্কিত দুজন লেখকের  নাম লেখ?
উঃ- কৌশিক বন্দ্যোপাধ্যায়, বোরিয়া মজুমদার।

৪৫. কবে প্রথম খেলার ইতিহাস চর্চা শুরু হয়?
উঃ- ১৯৭০ খ্রিস্টাব্দে।

৪৬. 'টোয়েন্টি টু ইয়ার্ড টু ফ্রিডম'/'Twenty Two Yards to Freedom' গ্রন্থটি কার লেখা?
উঃ- বোরিয়া মজুমদার।

৪৭. 'কর্নার অব আ ফরেন ফিল্ড'/ 'A Corner of a Foreign Field' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- রামচন্দ্র গুহ।

৪৮. দ্য পিকাডোর বুক অব ক্রিকেট /The Picador Book of Cricket গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- রামচন্দ্র গুহ।

৪৯. 'Eleven Gods and a Billion Indians' গ্রন্থটি কার লেখা?
উঃ- বোরিয়া মজুমদার।

৫০. 'খেলা যখন ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- কৌশিক বন্দ্যোপাধ্যায়।

৫১. আ হিস্টোরিওগ্রাফি অব ক্রিকেট অ্যান্ড ন্যাশনালিজম ইন কলোনিয়াল ইন্ডিয়া" গ্রন্থটি কার লেখা?
উঃ- শৌভিক নাহার।

৫২. কোন যুগের মানুষ কৃষিকাজের পদ্ধতি আবিষ্কার করেছিল?
উঃ- নব্য প্রস্তর যুগের মানুষ।

৫৩. কোন দেশকে কেকের দেশ বলা হয়?
উঃ- স্কটল্যান্ড।

৫৪. নুডল কী?
উঃ- ময়দা ও ডিম দিয়ে তৈরি সেমাইয়ের মত এক ধরনের সরু সরু খাবার জিনিসকে নুডল বলে।

৫৫. ম্যাকারনি বা স্প্যাগেটি কী?
উঃ- পাস্তা, ময়দা ও ডিমের লেচি জল দিয়ে মেখে শুকিয়ে সেমাইয়ের মতো তৈরি করা খাবারকে ম্যাকারনি বা স্প্যাগেটি বলে।

৫৬. 'রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- হরিপদ ভৌমিক।

৫৭. 'ইন্ডিয়ান ফুডঃআ হিস্টোরিক্যাল কম্পানিয়ন' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- কে.টি.আয়ার।

৫৮. 'অক্সফোর্ড হান্ডবুক অফ ফুড হিস্ট্রি' গ্রন্থটি কে সম্পাদনা করেছিলেন?
উঃ- জিওফ্রে পিলচার।

৫৯. 'নাট্যশাস্ত্র' ও 'অভিনয় দর্পণ' গ্রন্থ দুটি কে রচনা করেছিলেন?
উঃ- ভরতমুনি।

৬০. কোন গ্রন্থকে ভারতীয় সংগীতের উৎস বলা হয়?
উঃ- সামবেদ।

৬১. পশ্চিমবঙ্গের কোন জেলা পট ও পটের গানের জন্য বিখ্যাত?
উঃ- বীরভূম।

৬২. পাঞ্জাবের উট চালকদের গানকে কি বলা হয়?
উঃ- টপ্পা।

৬৩. টপ্পা গানের প্রবর্তক কে?
উঃ- লখনৌ এর গোলাম নবী।

৬৪. ঠুংরির প্রবর্তক কাকে বলা হয়?
উঃ- বড়ে গোলাম আলী খাঁ।

৬৫. আরবের রাজার প্রতি স্তুতিমূলক গানের প্রস্তাবনাকে কি বলা হয়?
উঃ- গজল।

৬৬. পশ্চিমবঙ্গের কোন জেলা 'ছৌ' নাচের জন্য বিখ্যাত?
উঃ- পুরুলিয়া।

৬৭. 'মোহিনীআট্যম' নাচের জন্য ভারতের কোন রাজ্য বিখ্যাত?
উঃ- কেরালা।

৬৮. ভারতের কোন রাজ্য 'ভারতনাট্যম' নাচের জন্য বিখ্যাত?
উঃ- তামিলনাড়ু।

৬৯. ভারতের কোন রাজ্য 'কুচিপুড়ি' নাচের জন্য বিখ্যাত?
উঃ- অন্ধ্রপ্রদেশ।

৭০. ভারতের কোন রাজ্য 'কথাকলি' নাচের জন্য বিখ্যাত?
উঃ- কেরালা।

৭১. মহাভারতের রচয়িতা কে?
উঃ- কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস।

৭২. 'অষ্টাধ্যায়ী' কে রচনা করেছিলেন?
উঃ- পাণিনি।

৭৩. 'বঙ্গীয় নাট্যশালার ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেছেন?
উঃ- ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৭৪. 'বাংলা নাটকের ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- আশুতোষ ভট্টাচার্য।

৭৫. 'দৃশ্যকাব্য পরিচয়' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- সত্যজীবন মুখোপাধ্যায়।

৭৬. ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (আই.পি.টি.এ) কবে গঠিত হয়?
উঃ- ১৯৪৩ খ্রিস্টাব্দের ২৫শে মে।

৭৭. কলকাতায় প্রথম স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র কারা কবে নির্মাণ করেছিলেন?
উঃ- হীরালাল সেন ও মতিলাল সেন। (১৮৯৮) খ্রিস্টাব্দে।

৭৮. কারা কবে এবং কোথায় প্রথম চলচ্চিত্র বা সিনেমা নির্মাণ করেছিলেন?
উঃ- অগাস্ট লুমিয়ের ও লুই লুমিয়ের নামের দুই ভাই প্যারিসের হোটেল ডি ক্যাফেতে, ১৮৯৫ খ্রিস্টাব্দে ২৮ শে ডিসেম্বর।

৭৯. ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি?
উঃ- রাজা হরিশচন্দ্র।

৮০. 'রাজা হরিশচন্দ্র' চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
উঃ- দাদাসাহেব ফালকে।

৮১. 'রাজা হরিশচন্দ্র' চলচ্চিত্রটি কবে প্রথম প্রদর্শিত হয়েছিল?
উঃ- ১৯১৩ খ্রিস্টাব্দের ২১শে এপ্রিল।

৮২. ভারতের প্রথম চলচ্চিত্র 'রাজা হরিশচন্দ্র' কোথায় প্রথম প্রদর্শিত হয়েছিল?
উঃ- অলিম্পিয়া থিয়েটার।

৮৩. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়?
উঃ- দাদাসাহেব ফালকে।

৮৪.  ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি?
উঃ- রাজা হরিশচন্দ্র।

৮৫. ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি?
উঃ- আলম আরা।

৮৬. প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি?
উঃ- বিল্বমঙ্গল।

৮৭. 'বিল্বমঙ্গল' চলচ্চিত্রটি কবে মুক্তি পেয়েছিল?
উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দে।

৮৮. ভারতের প্রথম রঙিন চলচ্চিত্রের নাম কি?
উঃ- কিষাণ কন্যা।

৮৯. প্রথম বাংলা রঙিন চলচ্চিত্রের নাম কি?
উঃ- কাঞ্চনজঙ্ঘা।

৯০. প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি?
উঃ- বিল্বমঙ্গল।

৯১. প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি?
উঃ- জামাই ষষ্ঠী।

৯২. 'সিনেমা এলো কেমন করে' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- ফারহানা মিলি।

৯৩. 'একেই বলে শুটিং' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- সত্যজিৎ রায়।

৯৪. 'বিষয় চলচ্চিত্র' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- সত্যজিৎ রায়।

৯৫. 'চলচ্চিত্র, মানুষ এবং আরো কিছু' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- ঋত্বিক ঘটক।

৯৬. 'একশো বছরের বাংলা থিয়েটার' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- শিশির কুমার বসু।

৯৭. 'ভারতের নাট্য ঐতিহ্য' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- কপিলা বাৎসায়ন।

৯৮. 'মুন্ডুজামা' পোষাক কোন রাজ্যের পুরুষেরা ব্যবহার করেন?
উঃ- কেরালা।

৯৯. 'অঙ্গারাখা' পোশাক কোন রাজ্যের পুরুষেরা ব্যবহার করেন?
উঃ- গুজরাট।

১০০. 'চান্নিয়া চোলি' পোশাক কোন রাজ্যে নারীরা ব্যবহার করেন?
উঃ- গুজরাট।

১০১. বাঙালি মহিলাদের শাড়ি পরার বিশেষ রীতিকে বলা হয়?
উঃ- ব্রাম্ভিকা স্টাইল।

১০২. বাংলায় শাড়ি পরার পার্সি স্টাইলের প্রচলন কে করেছিলেন?
উঃ- জ্ঞানদানন্দিনী দেবী।

১০৩. 'বাংলার বেশবাস, বিবর্তনের রূপরেখা' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- মলয় রায়।

১০৪. 'ক্লোথিং আ গ্লোবাল হিস্ট্রি' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- রবার্ট রস।

১০৫. 'ফ্যাশান ক্রিটিকাল অ্যান্ড প্রাইমারি সোর্সেস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- পিটার ম্যাকলিন।

১০৬. 'ক্লোথিং মাটার্স: ড্রেস এন্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- এমা টারর্লোর।

১০৭. পোশাক পরিচ্ছদের ইতিহাস বিষয়ে চর্চা প্রথম কে শুরু করেছিলেন?
উঃ- কর্নেল ডালটন।

১০৮. টেলিফোন কে কবে আবিষ্কার করেন?
উঃ- আলেকজান্ডার গ্রাহাম বেল, ১৮৭৬ খ্রিস্টাব্দে।

১০৯. পিচ রাস্তা তৈরি কৌশল কারা কবে আবিষ্কার করেন?
উঃ- ম্যাকডম ও টেলফোর্ড, ১৮১২ খ্রিস্টাব্দে।

১১০. বাষ্প চালিত রেল ইঞ্জিন কে কবে আবিষ্কার করেন?
উঃ- জর্জ স্টিফেনসন, ১৮১৪ খ্রিস্টাব্দে।

১১১. বাষ্পীয় পোত বা স্টিমার কে কবে আবিষ্কার করেছিলেন?
উঃ- রবার্ট ফুলটন, ১৮১৫ খ্রিস্টাব্দে।

১১২. 'বাঙালির ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- নীহাররঞ্জন রায়।

১১৩. 'মনসামঙ্গল' কাব্যের রচয়িতা কে?
উঃ- বিজয় গুপ্ত।

১১৪. কোন গ্রন্থে চাঁদ সওদাগর নামক বণিক ও সপ্তডিঙা মধুকর নামে বাণিজ্যতরীর উল্লেখ আছে?
উঃ- মনসামঙ্গল।

১১৫. 'পালকির গান' কবিতাটি কে রচনা করেন?
উঃ- সত্যেন্দ্রনাথ দত্ত।

১১৬. সত্যেন্দ্রনাথ দত্তের 'পালকির গান' কবিতাটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন?
উঃ- সরোজিনী নাইডু।

১১৭. যানবাহন ব্যবস্থার ইতিহাস চর্চা কবে জনপ্রিয় হয়ে ওঠে?
উঃ- ১৯৬০ ও ১৯৭০ এর দশকে।

১১৮. 'ইঞ্জিনস অব চেঞ্জ: দ্য রেল বোর্ড দ্যাট মেড ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- আইয়ান কের।

১১৯. 'জিওগ্রাফি ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশরাজ' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- সুনীলকুমার মুন্সি।

১২০. ভারতের কোথায় এবং কবে প্রথম রেলপথ চালু হয়?
উঃ- ১৮৫৩ খ্রিস্টাব্দে, বোম্বাই থেকে থানে।

১২১. কাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়?
উঃ- লর্ড ডালহৌসি।

১২২. চিত্রকলা ও ফটোগ্রাফিকে একত্রে কি বলা হয়?
উঃ- দৃশ্য শিল্প ভিজুয়াল আর্ট।

১২৩. 'কলকাতা স্কুল অফ আর্ট' এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উঃ- আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেল।

১২৪. কলকাতা স্কুল অফ আর্ট এর প্রথম সহ অধ্যক্ষ কে ছিলেন?
উঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর।

১২৫. 'হ্যান্ডবুক অফ ইন্ডিয়ান আর্ট' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেল।

১২৬. 'বৌদ্ধধর্মের ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- লামা তারানাথ।

১২৭. ইউরোপে কবে ফটোগ্রাফির সূচনা হয়?
উঃ- ১৮৩৯ খ্রিস্টাব্দে।

১২৮. 'ক্যালোটাইপ সোসাইটি' কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৪৭, লন্ডনে।

১২৯. রয়েল ফটোগ্রাফিক সোসাইটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৫৩ খ্রিস্টাব্দে, লন্ডন।

১৩০. ভারতের প্রাচীনতম ফটোগ্রাফি প্রতিষ্ঠানটির নাম কি?
উঃ- কলকাতার 'মেসার্স বার্ণ এন্ড শেপার্ড'। এটি ১৮৬৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।

১৩১. ফটোগ্রাফি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য 'ক্যালকাটা স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট' কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৫৪ খ্রিস্টাব্দে।

১৩২. 'ক্যালকাটা স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট' কলেজের বর্তমান নাম কি?
উঃ- গভর্নমেন্ট আর্ট কলেজ।

১৩৩. 'ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্ট' কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৯১৯ খ্রিষ্টাব্দ।

১৩৪. 'শিল্পপুষ্পাঞ্জলী' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- শরচ্চন্দ্র দেব।

১৩৫. 'ভান্ডার' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

১৩৬. কলকাতার কয়েকজন মহিলা ফটোগ্রাফারের নাম লেখ।
উঃ- মিসেস উইনস, অন্নপূর্ণা দত্ত, জ্ঞানদানন্দিনী দেবী।

১৩৭. কলকাতায় প্রথম কে এক্স-রে ফটোগ্রাফি প্রবর্তন করেন?
উঃ- ড. নীলরতন সরকার।

১৩৮. 'চিত্রকলা' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- বিনোদ বিহারী মুখার্জি।

১৩৯. 'বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর।

১৪০. 'ফর্ম ফরমান টু দ্য স্টুডিও' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- রত্নাবলী চ্যাটার্জী।

১৪১. 'কনটেম্পোরারি ইন্ডিয়ান পেন্টারস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- গীতা কাপুর।

১৪২. 'দ্য ট্রানসফর্মেশন অফ নেচার ইন আর্ট' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- এ.কে. কুমারস্বামী।

১৪৩. একজন বাঙালি ফটোগ্রাফারের নাম লেখ।
উঃ- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

১৪৪. প্রাচীন সুমেরে নগর দেবতার মন্দিরকে কি বলা হত?
উঃ- জিগুরাট।

১৪৫. প্রাচীন গ্রিসের বিশালকার মন্দিরগুলিকে কি বলা হত?
উঃ- পার্থেনন।

১৪৬. প্রাচীন রোমের বিশালাকার মন্দিরগুলিকে কি বলা হতো?
উঃ- কলোসিয়াম।

১৪৭. একটি গথিক স্থাপত্যের নিদর্শনের নাম লেখ?
উঃ- কলকাতা হাইকোর্ট।

১৪৮. এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে, স্যার উইলিয়াম জোন্স।

১৪৯. হেস্টিংস হাউস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৭৭০ খ্রিস্টাব্দে।

১৫০. কলকাতায় টাউন হল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮১৩ খ্রিস্টাব্দে।

১৫১. কলকাতার অক্টারলোনি মনুমেন্ট কবে স্থাপিত হয়?
উঃ- ১৮২৮ খ্রিস্টাব্দে।

১৫২. কলকাতা হাইকোর্ট ভবন কবে নির্মিত হয়েছিল?
উঃ- ১৮৭২ খ্রিস্টাব্দে।

১৫৩. বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয়?
উঃ- রাজেন্দ্রনাথ মুখার্জী।

১৫৪. হাওড়া ব্রিজের রূপকার কে ছিলেন?
উঃ- রাজেন্দ্রনাথ মুখার্জী।

১৫৫. বেলুড়ের শ্রীরামকৃষ্ণ মন্দিরের স্থাপত্যশিল্পী কে ছিলেন?
উঃ- রাজেন্দ্রনাথ মুখার্জী।

১৫৬. কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের স্থাপত্য শিল্পী কে ছিলেন?
উঃ- রাজেন্দ্রনাথ মুখার্জী।

১৫৭. বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দিরগুলিতে কি ধরনের স্থাপত্য-শৈলী ব্যবহার করা হয়েছে?
উঃ- রুফিং স্টাইল।

১৫৮. দক্ষিণেশ্বরে কালী মন্দিরে কি ধরনের স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছে?
উঃ- ভঞ্জ স্টাইল।

১৫৯. 'হিস্ট্রি অফ ইন্ডিয়ান এন্ড ইস্টার্ন আর্কিটেকচার' গ্রন্থটিকে রচনা করেন?
উঃ- জেমস ফার্গুসন।

১৬০. 'দ্য মেকিং অফ আ নিউ ইন্ডিয়ান আর্ট' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- তপতী গুহ ঠাকুরতা।

১৬১. 'অ্যান ইম্পেরিয়াল ভিশন' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- টমাস মেটকাফ।

১৬২. 'ইন্ডিয়ান আর্কিটেকচার' কে রচনা করেন?
উঃ- পার্শি ব্রাউন।

১৬৩. 'হুগলি জেলার ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- সুধীর কুমার মিত্র।

১৬৪. 'Start History at your Door' কি ধরনের ইতিহাস চর্চার মূল কথা?
উঃ- স্থানীয় ইতিহাস চর্চা।

১৬৫. 'যশোর-খুলনার ইতিহাস' রচনা করেন?
উঃ- সতীশ চন্দ্র মিত্র।

১৬৬. 'মুর্শিদাবাদ কাহিনী' রচনা কে রচনা করেন?
উঃ- নিখিলনাথ রায়।

১৬৭. 'নদীয়া কাহিনী' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- কুমুদনাথ মল্লিক।

১৬৮. 'মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- মনোরঞ্জন চন্দ্র।

১৬৯. 'হিস্ট্রি অফ কুচবিহার' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- আমানুল্লা আহমেদ।

১৭০. 'পাবনা জেলার ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- রাধারমন সাহা।

১৭১. কোন সময় থেকে স্থানীয় ইতিহাস চর্চার সূত্রপাত হয়?
উঃ- ১৯৬০ এর দশক থেকে।

১৭২. উনবিংশ শতকে পৃথিবীর বৃহত্তম শহর ছিলো কোনটি?
উঃ- লন্ডন।

১৭৩. ভারতের কোন শহরকে 'মায়াপুরী' বা 'City of Dreams' বলা হয়?
উঃ- মুম্বাই।

১৭৪.  ভারতের কোন শহরকে 'সংস্কৃতি শহর' বলা হয়?
উঃ- কলকাতা।

১৭৫. ভারতের কোন শহরকে 'বাণিজ্য শহর' বলা হয়?
উঃ- মুম্বাই।

১৭৬. কে প্রথম শহরের ইতিহাস চর্চা প্রবর্তন করেন?
উঃ- ১৯৭০ খ্রিস্টাব্দে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টিফেন থার্নস্টর্ম।

১৭৭. 'মধ্যযুগের নগর' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- ড. অনিরুদ্ধ রায়।

১৭৮. 'Immortal India' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- জে. এইচ. দভে।

১৭৯. 'The Archaeology of Ancient Indian Cities' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- দিলীপ কুমার চক্রবর্তী।

১৮০. কোন সময় থেকে নতুন সামরিক ইতিহাসের চর্চা শুরু হয়?
উঃ- ১৯৭০ থেকে।

১৮১. 'ইন ডিফেন্স অফ হিস্ট্রি' গ্রন্থটি কে কবে রচনা করেন?
উঃ- রিচার্ড জে.ইভানভ,১৯৯৭ খ্রিষ্টাব্দে।

১৮২. 'দ্য গ্রেট ওয়ার, 1914-18' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- মার্ক ফেরো।

১৮৩. 'মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- যদুনাথ সরকার।

১৮৪. 'আ মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া এন্ড সাউথ ইন্ডিয়া:প্রথম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য নিউক্লিয়ার ওয়ার' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- ড্যানিয়েল মার্সটন ও চন্দর সিং সুন্দরম।

১৮৫. 'দ্য কিলিং অফ হিস্ট্রি' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- কিথ উইন্ডস্কাটল।

১৮৬. সামরিক ইতিহাস বিষয়ে গবেষণাকারী দুজন ভারতীয় ঐতিহাসিক এর নাম লেখ।
উঃ- যদুনাথ সরকার ও সুরেন্দ্রনাথ সেন।

১৮৭. কোথায় এবং কবে প্রথম পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয়?
উঃ- ১৯৪০ ও ১৯৫০ এর দশকে আমেরিকা যুক্তরাষ্ট্র।

১৮৮. পরিবেশের ইতিহাস চর্চা কবে স্বীকৃতি লাভ করে?
উঃ- ১৯৭০ এর দশকে।

১৮৯. বিশ্ব পরিবেশ দিবস (ইকো ডে) কবে পালন করা হয়?
উঃ- ৫ ই জুন।

১৯০. কবে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল?
উঃ- ১৯৭৪ খ্রিস্টাব্দের ৫ ই জুন।

১৯১. 'The Sea Around us' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- রাচেল কারসন, ১৯৫৩ খ্রিষ্টাব্দে।

১৯২. 'The Silent Spring' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- রাচেল কারসন, ১৯৬২ খ্রিষ্টাব্দে।

১৯৩. 'গ্রীন ইম্পিরিয়ালিজম' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- রিচার্ড গ্রোভ।

১৯৪. 'ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- আলফ্রেড ক্রসবি।

১৯৫. 'দ্য ফিসাড ল্যান্ড, ইকোলজি এন্ড ইকুয়্যালিটি' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- রামচন্দ্র গুহ।

১৯৬. 'ফেসিং দ্য ফরেস্ট' গ্রন্থটি কে রচনা করে?
উঃ- মহেশ রঙ্গরাজন।

১৯৭. 'হ্যান্টিং এন্ড শুটিং' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- মহেশ রঙ্গরাজন।

১৯৮. নর্মদা বাঁচাও আন্দোলন কবে কোথায় সংঘটিত হয়েছিল?
উঃ- ১৯৮৫ খ্রিস্টাব্দে, মহারাষ্ট্রে (সর্দার সরোবর বাঁধ নির্মাণের বিরুদ্ধে)।

১৯৯. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন?
উঃ- মেধা পাটেকর।

২০০. চিপকো আন্দোলন কবে কোথায় সংঘটিত হয়েছিল?
উঃ- ১৯৭৩-৭৪ খ্রিস্টাব্দে, উত্তরাখণ্ডে।

২০১. চিপকো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উঃ- সুন্দরলাল বহুগুণা।

২০২. আপ্পিকো আন্দোলন কবে কোথায় সংঘটিত হয়েছিল?
উঃ- ১৯৮৩ খ্রিস্টাব্দে, কর্ণাটকে।

২০৩. আপ্পিকো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উঃ- পান্ডুরঙ্গ হেগড়ে।

২০৪. 'প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- শুভেন্দু গুপ্ত।

২০৫. ভারতের কয়েকজন পরিবেশ বিষয়ক ঐতিহাসিকের নাম লেখ।
উঃ- রামচন্দ্র গুহ, ইরফান হাবিব, মহেশ রঙ্গরাজন।

২০৬. কবে এবং কোথায় প্রথম জাতীয় পরিবেশ পলিসি গৃহীত হয়?
উঃ- ১৯৬৯ খ্রিস্টাব্দে, আমেরিকায়।

২০৭. ধরিত্রী দিবস বা Earth Day কবে পালন করা হয়?
উঃ- ২২শে এপ্রিল।

২০৮. কবে এবং কোথায় প্রথম ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস পালন করা হয়েছিল?
উঃ- ১৯৭০ খ্রিস্টাব্দের ২২শে এপ্রিল, আমেরিকা যুক্তরাষ্ট্র।

২০৯. বিজ্ঞান-প্রযুক্তি ও ও চিকিৎসা বিদ্যার ইতিহাস চর্চা কবে এবং কোথায় প্রথম শুরু হয়েছিল?
উঃ- ১৯২৭ খ্রিষ্টাব্দে, হাভার্ড বিশ্ববিদ্যালয়ে।

২১০. কে প্রথম কারিগরি বিদ্যা ইতিহাস চর্চার ওপর আলোকপাত করেন?
উঃ- ঐতিহাসিক বোরিস হ্যেসেন, ১৯৩০ এর দশকে।

২১১. 'দ্য স্ট্রাকচার অফ সাইন্টিফিক রিভলিউশন' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- টমাস কুন।

২১২. 'হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি'/'হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- ড. প্রফুল্লচন্দ্র রায়।

২১৩. 'প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- ড. প্রফুল্লচন্দ্র ঘোষ।

২১৪. 'হিস্ট্রি অফ সায়েন্স' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- জে.ডি.বার্নাল।

২১৫. 'সায়েন্স অ্যান্ড দ্য রাজ' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- দীপক কুমার।

২১৬. 'সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- ডেভিড আর্নল্ড।

২১৭. 'উনিশ শতকের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- বিনয় ভূষণ রায়।

২১৮. 'Essays on Ancient Indian Science and Technology'  গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- মানবেন্দ্র ব্যানার্জি শাস্ত্রী।

২১৯. 'বিজ্ঞানের ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- সমর সেন।

২২০. 'Hindu Medicine' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- H.R.ZImmer.

২২১. 'প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- ড. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।

২২২. 'Indian Medicine' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- জে.জলি।

২২৩. 'Tecnology in Mediaeval India' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- ইরফান হাবিব।

২২৪. আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালন করা হয়েছিল?
উঃ- ১৯৭৫ খ্রিষ্টাব্দে।

২২৫. আন্তর্জাতিক নারী দশক কবে পালন করা হয়?
উঃ- ১৯৭৫ -১৯৮৫ খ্রিষ্টাব্দ।

২২৬. আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?
উঃ- ৮ ই মার্চ।

২২৭. কবে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছিল?
উঃ- ১৯১১ খ্রিস্টাব্দের ১৯ শেষ মার্চ।

২২৮. 'উইমেন ইন মডার্ন ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- নীরা দেশাই।

২২৯. 'হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- কমলা ভাসিন।

২৩০. 'দ্য ইন্ডিয়ান উইমেন:ফ্রম পর্দা টু মডার্নিটি' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- বি.আর.নন্দ।

২৩১. নারী সংক্রান্ত সামগ্রিক বিদ্যাকে কি বলে?
উঃ- ফেমিনিজম/নারীবাদ।

২৩২. কোথায় এবং কবে প্রথম নারী ইতিহাস চর্চার সূত্রপাত হয়?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রে, ১৯৬০ এর দশকে।

২৩৩. 'ইকোফেমিনিজম' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ- ফরাসি নারীবাদী ফ্রাঁসোয়া দোবান, ১৯৭০ এর দশকে।

২৩৪. 'ফেমিনিজম অব ডেথ' গ্রন্থটি কে রচনা করে?
উঃ- ফ্রাঁসোয়া দোবান।

২৩৫. কোন গ্রন্থে ফ্রাঁসোয়া দোবান 'ইকোফেমিনিজম' শব্দটি প্রথম ব্যবহার করেন?
উঃ- 'ফেমিনিজম অব ডেথ'.

২৩৬. 'ডিড উইমেন হ্যাভ আ রেনেসাঁ' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- জোয়ান কেলি।

২৩৭. আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি কি?
উঃ- সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথা, চিঠিপত্র ও ডায়েরি এবং সাময়িক পত্র ও সংবাদপত্র।

২৩৮. সরকারি নথিপত্র যেখানে সংরক্ষণ করে রাখা হয়, তাকে কি বলে?
উঃ- মহাফেজখানা।

২৩৯.  ভারতের দুটি গোয়েন্দা সংস্থার নাম লেখ?
উঃ- CBI, CID, ED।

২৪০. মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি?
উঃ- 'An Autobiography: The story of My Experiments with Truth'.

২৪১. জহরলাল নেহেরুর আত্মজীবনীর নাম কি?
উঃ- 'An Autobiography'.

২৪২. 'A Nation in Making' আত্মজীবনীটি কে রচনা করেন?
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

২৪৩. 'আত্মচরিত' আত্মজীবনী রচনা করেন?
উঃ- দেবেন্দ্রনাথ ঠাকুর।

২৪৪. নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীর নাম কি?
উঃ- 'The Indian Struggle' এবং 'an Indian pilgrim' (অসম্পূর্ণ)।

২৪৫. 'মেমারিজ অব মাই লাইফ এন্ড টাইম' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- বিপিনচন্দ্র পাল।

২৪৬. 'সত্তর  বছর' আত্মজীবনী কে রচনা করে?
উঃ- বিপিনচন্দ্র পাল।

২৪৭.  রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি?
উঃ- 'জীবনস্মৃতি'।

২৪৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম কি?
উঃ- 'প্রভাবতী সম্ভাষণ'।

২৪৯. রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ" গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- শিবনাথ শাস্ত্রী।

২৫০. 'সেদিনের কথা' আত্মজীবনী কে রচনা করেন?
উঃ- মণিকুন্তলা সেন।

২৫১. ছেড়ে আসা গ্রাম" আত্মজীবনী টি কে রচনা করেন?
উঃ-  দক্ষিণারঞ্জন বসু।

২৫২. 'Autobiography of an Unknown Indian' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- নীরোদ চন্দ্র চৌধুরী।

২৫৩. 'India Wins Freedom' আত্মজীবনীটি কে রচনা করেন?
উঃ- মৌলানা আবুল কালাম আজাদ।

২৫৪. 'জীবনের ঝরাপাতা' আত্মজীবনীটি কে রচনা করেন?
উঃ- সরলা দেবী চৌধুরানী।

২৫৫.  বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ 'সত্তর বছর' কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল?
উঃ- প্রবাসী পত্রিকা।

২৫৬. 'সত্তর বছর' গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল?
উঃ- ১৯৫৫ খ্রিস্টাব্দে।

২৫৭. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী মূলক গ্রন্থ 'জীবনস্মৃতি' কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল?
উঃ- প্রবাসী পত্রিকায়।

২৫৮. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী মূলক গ্রন্থ 'জীবনস্মৃতি' কবে প্রথম প্রকাশিত হয়েছিল?
উঃ- ১৯১২ খ্রিস্টাব্দে।

২৫৯. 'মিলে সব ভারত সন্তান' সঙ্গীতটি কে রচনা করেছিলেন?
উঃ- সত্যেন্দ্রনাথ ঠাকুর।

২৬০. সরলা দেবী চৌধুরানীর পিতা ও মাতার নাম কি?
উঃ- পিতার নাম জানকীনাথ ঘোষাল এবং মাতার নাম স্বর্ণকুমারী দেবী।

২৬১. সরলা দেবী চৌধুরানী লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখ।
উঃ- জীবনের ঝরাপাতা, নববর্ষের স্বপ্ন, শিবরাত্রি পূজা ইত্যাদি।

২৬২. সরলা দেবী চৌধুরানী সম্পাদিত একটি পত্রিকার নাম লেখ।
উঃ- ভারতী পত্রিকা।

২৬৩. 'বিলিতি ঘুষি বনাম দেশি কিল' প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উঃ- ভারতী পত্রিকা।

২৬৪. সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী  'জীবনের ঝরাপাতা' প্রথম কবে এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উঃ- 'দেশ' পত্রিকায়, ২৯৪৪-৪৫ খ্রিস্টাব্দে।

২৬৫. সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী 'জীবনের ঝরাপাতা' কবে গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়েছিল?
উঃ- ১৯৭৫ খ্রিস্টাব্দে, আন্তর্জাতিক নারী বর্ষে।

২৬৬. 'প্রতাপাদিত্য উৎসব' কে শুরু করেছিলেন?
উঃ- সরলা দেবী চৌধুরানী।

২৬৭. 'উদয়াদিত্য উৎসব' কে শুরু করেছিলেন?
উঃ- সরলা দেবী চৌধুরানী।

২৬৮. 'বীরাষ্টমী ব্রত' কে শুরু করেছিলেন?
উঃ- সরলা দেবী চৌধুরানী।

২৬৯. 'প্রবাসী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ- রামানন্দ চট্টোপাধ্যায়।

২৭০. 'Letters From A Father To His Daughter' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- জহরলাল নেহেরু।

২৭১. 'Letters From A Father To His Daughter' গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল?
উঃ- ১৯২৯ খ্রিস্টাব্দে।

২৭২. ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন?
উঃ- মুন্সি প্রেমচাঁদ।

২৭৩. ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহেরুর চিঠিগুলি নিয়ে কোন কোন গ্রন্থ প্রকাশিত হয়েছে?
উঃ- 'Letters From A Father To His Daughter', 'Glimpses of World History'.

২৭৪. ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৭৫. বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?
উঃ- ১৮৭২ খ্রিস্টাব্দে।

২৭৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরবর্তীকালে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

২৭৭. 'কমলাকান্তের দপ্তর' কে রচনা করেছিলেন?
উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৭৮. 'কমলাকান্তের দপ্তর' কোন পত্রিকার প্রথম প্রকাশিত হয়েছিল?
উঃ- বঙ্গদর্শন পত্রিকায়।

২৭৯. 'সমাচার চন্দ্রিকা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।

২৮০. 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ- ঈশ্বরচন্দ্র গুপ্ত।

২৮১. 'সন্ধ্যা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ- ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

২৮২. প্রথম কবে ও কোথায় লিটল ম্যাগাজিনের আবির্ভাব ঘটেছিল?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র, ১৯১২ খ্রিস্টাব্দে।

২৮৩. 'মারাঠা' ও 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ- বালগঙ্গাধর তিলক।

২৮৪. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্রের নাম কি?
উঃ- সোমপ্রকাশ পত্রিকা।

২৮৫. সোমপ্রকাশ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়েছিল?
উঃ- ২৮৫৮ খ্রিস্টাব্দের ১৫ ই নভেম্বর।

২৮৬. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ- দ্বারকানাথ বিদ্যাভূষণ।

২৮৭. সোমপ্রকাশ পত্রিকা কি ধরনের পত্রিকা?
উঃ- সাপ্তাহিক পত্রিকা।

২৮৮. দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত মাসিক পত্রিকার নাম কি?
উঃ- 'কল্পদ্রুমঃ।

২৮৯. কল্পদ্রুম পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল?
উঃ- ১৮৭৮ খ্রিস্টাব্দে।

২৯০. ভারতে কবে প্রথম ফটোগ্রাফের ব্যবহার শুরু হয়?
উঃ- ১৮৪০ খ্রিস্টাব্দে।

২৯১. ভারতে কবে প্রথম বাণিজ্যিক ফটোগ্রাফের সূচনা হয়?
উঃ- ১৮৪৪ খ্রিস্টাব্দে।

২৯২. ভারতের প্রথম নেটিভ ফটোগ্রাফারের নাম কি?
উঃ- লক্ষ্মৌ এর নবাব আমজাদ আলী খান।

২৯৩. ভারতে কারা প্রথম ফুটবল খেলার প্রবর্তন করে?
উঃ- ইংরেজরা।

২৯৪. ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
উঃ- রণজিৎ গুহ।

0 Comments: