INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সাম্প্রদায়িক বাঁটোয়ারা (১৯৩২) বলতে কী বোঝ? (Communal Award 1932).

সাম্প্রদায়িক বাঁটোয়ারা (১৯৩২) বলতে কী বোঝ? (Communal Award 1932).


ঔপনিবেশিক শাসনব্যবস্থার অন্যতম হাতিয়ার ও বৈশিষ্ট্য ছিল বিভেদ ও শাসননীতি (Divide & Rule Policy)। আর সাম্প্রদায়িক বাঁটোয়ারা (Communal Award) নীতি ছিল তারই ফলশ্রুতি। জাতপাতের ভিত্তিতে ভারতের জনগোষ্ঠীকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ইংরেজ শাসনকে সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী করার এটা একটি কৌশলী পদক্ষেপ। ভারতীয় রাজনীতিতে এর মিশ্র প্রতিক্রিয়া ঘটে।

ভারতে বসবাসকারী হিন্দুদের সঙ্গে মুসলিম, শিখ, অনুন্নত হিন্দু, ভারতীয় খ্রিস্টান, হরিজন প্রভৃতি সম্প্রদায়ের বিভেদ সৃষ্টির দ্বারা ঐক্যে ফাটল ধরানো এবং ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের স্বতঃস্ফূর্ততাকে ধ্বংস করার উদ্দেশ্যে ১৯৩২ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড (Ramse MacDonald) সংখ্যালঘু সম্প্রদায়ের আইনসভায় পৃথক নির্বাচনের যে অধিকার প্রদানের কথা ঘোষণা করেন, সেটি ইতিহাসে 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা' (Communal Award) নীতি নামে পরিচিত।

0 Comments: