INFO Breaking
Live
wb_sunny

Breaking News

পৃথিবীর পরিক্রমণ গতি:

পৃথিবীর পরিক্রমণ গতি:


১. মহাকর্ষ (Gravitation) কাকে বলে?

উঃ- মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পর পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। পৃথিবীর ক্ষেত্রে এই বলকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল বলা হয়।

২. পৃথিবীর অক্ষ (Earth's Axis) কাকে বলে?
উঃ- যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে, তাকে পৃথিবীর অক্ষ বলে। পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একপাক ঘুরতে সময় লাগে প্রায় ২৪ ঘণ্টা।

৩. মেরু কাকে বলে?
উঃ- পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকে, সেই প্রান্তদুটি হল মেরু।

৪. মুক্তিবেগ (Escape Velocity) কাকে বলে?
উঃ- কোনো বস্তুকে যদি প্রতি সেকেন্ডে ১১.২ কিমি গতিবেগে ওপরের দিকে ছোড়া হয়, তাহলে তা মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে পৃথিবীর বাইরে চলে যায়। এই গতিবেগকে পৃথিবীর ক্ষেত্রে ওই বস্তুটির মুক্তিবেগ বলে।

৫. কক্ষপথ কাকে বলে?
উঃ- পৃথিবী প্রায় ১৫ কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, সেটাই হল পৃথিবীর কক্ষপথ।

৬. কক্ষতল কাকে বলে?
উঃ- পৃথিবীর কক্ষপথটি মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত, সেই তলকে কক্ষতল বলে।

৭. অপসূর অবস্থান (Aphelion) কাকে বলে?
উঃ- পৃথিবীর সূর্যকে পরিক্রমণ করার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। ৪ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি (প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি) হয়। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে৷

৮. অনুসূর অবস্থান (Perihelion) কাকে বলে?
উঃ- পৃথিবী সূর্যকে পরিক্রমণ করার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। ৩রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম (প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি) হয়। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে।

৯. চান্দ্রমাস কাকে বলে?
উঃ- পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় ২৭.৩৩... দিনে প্রদক্ষিণ করে। এই সময়কে চান্দ্রমাস বলে।

১০. সৌরবছর কাকে বলে?
উঃ- পৃথিবী সূর্যকে প্রায় ৩৬৫ দিনে একবার প্রদক্ষিণ করে। এই সময়কে সৌরবছর বলে।

১১. অধিবর্ষ কাকে বলে?
উঃ- আমাদের ক্যালেন্ডারে এক বছর হয় ৩৬৫ দিনে। আর পৃথিবীর একবার সূর্য পরিক্রমণের সময় বা এক সৌরবছর হয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ডে। কিন্তু হিসাবের সুবিধার জন্য ৩৬৫ দিনে এক বছর ধরা হয়। ফলে প্রতি বছর ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় বাড়তি থেকে যায়। এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি চার বছর অন্তর একটা পুরো দিন যোগ করা হয় ক্যালেন্ডারে। ওই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয়ে মাসটা ২৯ দিনের, আর বছরটা ৩৬৬ দিনের হয়। এই ৩৬৬ দিনের বছরকে বলে অধিবর্ষ।

১২. সূর্যের দৈনিক আপাত গতি (Diurnal Apparent Movement of the Sun) কাকে বলে?
উঃ- পৃথিবী নিজ অক্ষের চারদিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাতদৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। সূর্যের এই পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচলকেই সূর্যের দৈনিক আপাত গতি বলে।

১৩. সূর্যের বার্ষিক আপাত গতি (Yearly Apparent Movement of the Sun) বা রবিমার্গ (Eclptic) কাকে বলে?
উঃ- সূর্যরশ্মি বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কটক্রান্তিরেখা এবং মকরক্রান্তিরেখার উপর লম্বভাবে পড়ে। ফলে আপাতভাবে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তিরেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তিরেখা পর্যন্ত চলাচল করে বলে মনে হয়। এই চলাচলকেই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবিমার্গ (রবি = সূর্য, মার্গ = পথ) বলে।

১৪. উত্তরায়ণ (Apparent Motion of the Sun Towards North) কাকে বলে?
উঃ- ২২শে ডিসেম্বর থেকে ২১শে জুন পর্যন্ত ৬ মাস ধরে সূর্য ক্রমশ উত্তর দিকে সরে যেতে থাকে। সূর্যের এই উত্তরমুখী আপাত গতি হল উত্তরায়ণ।

১৫. দক্ষিণায়ন (Apparent motion of the sun towards South) কাকে বলে?
উঃ- ২১শে জুন থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত ৬ মাস ধরে সূর্য ক্রমশ দক্ষিণ দিকে সরে যেতে থাকে। সূর্যের এই দক্ষিণমুখী আপাত গতি হল দক্ষিণায়ন।

১৬. কর্কটসংক্রান্তি (Summer Solstice) কাকে বলে?
উঃ- ২১শে জুন তারিখে পৃথিবী নিজ কক্ষপথে এমন একটি অবস্থানে আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তিরেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই তারিখে উত্তর গোলার্ধে দিন সবথেকে বড়ো ও রাত সবথেকে ছোটো হয়। আর দক্ষিণ গোলার্ধে দিন সবথেকে ছোটো ও রাত সবথেকে বড়ো হয়। তাই ২১শে জুন এই বিশেষ দিনটিকে কর্কটসংক্রান্তি বলে।

১৭. মকরসংক্রান্তি (Winter Solstice) কাকে বলে?
উঃ- ২২শে ডিসেম্বর পৃথিবী নিজ কক্ষপথে এমন একটি অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তিরেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই দিন দক্ষিণ গোলার্ধে দিন সবথেকে বড়ো ও রাত সবথেকে ছোটো হয়। আর উত্তর গোলার্ধে দিন সবথেকে ছোটো ও রাত সবথেকে বড়ো হয়। তাই ২২শে ডিসেম্বর এই বিশেষ দিনটিকে মকরসংক্রান্তি বলে৷

১৮. মধ্যরাত্রির সূর্য (Midnight Sun) কাকে বলে?
উঃ- মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত উত্তর গোলার্ধে সুমেরুবৃত্তের উত্তরের (ডেনমার্ক, কানাডা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড প্রভৃতি দেশের অনেক জায়গায়) বিভিন্ন অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও কিছু সময়ের জন্য দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়। একে মধ্যরাত্রির সূর্য বা নিশীথ সূর্য বলা হয়।

১৯. নিশিথ সূর্যের দেশ (Land of Midnight Sun) কাকে বলে?
উঃ- নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে স্থানীয় সময় অনুযায়ী রাতের বেলাতেও স্পষ্টভাবে দেখা যায়। তাই নরওয়েকে নিশিথ সূর্যের দেশ বলা হয়৷

0 Comments: