INFO Breaking
Live
wb_sunny

Breaking News

বায়ুচাপের তারতম্যের কারণ:

বায়ুচাপের তারতম্যের কারণ:


বায়ুচাপের তারতম্যের কারণ:

পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হল—
● বায়ুর উষ্ণতা:
উষ্ণতার বৃদ্ধিতে বায়ু প্রসারিত হয়, ঘনত্ব হ্রাস পায়। ফলে বায়ুর চাপ হ্রাস পায়। উয়তা হ্রাস পেলে বায়ু সংকুচিত হয় ও ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। তাই পৃথিবীতে বিভিন্ন স্থানের উন্নতার তারতম্য থাকায় বায়ুর চাপেরও তারতম্য হয়।

● ভূমির উচ্চতা:
সমুদ্রপৃষ্ঠ থেকে যতই ওপরে ওঠা যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব কমে, তাই বায়ুর চাপও কমে। প্রতি ১১০ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে ১ সেমি উচ্চতার পারদস্তম্ভের চাপের সমান বায়ুর চাপ কমে।

● বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ:
জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়। তাই আর্দ্র বায়ুর চাপ শুষ্ক বায়ুর চাপের তুলনায় কম হয়।

● পৃথিবীর আবর্তন গতি:
পৃথিবীর আবর্তন গতির কারণে বায়ুচাপের পার্থক্য সৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ বেশি বলে এখানকার বায়ু দুই উপক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং দুই উপক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়।

● বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা:
পৃথিবীপৃষ্ঠের যেসব স্থানে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা বেশি, সেখানে বায়ুর চাপও অপেক্ষাকৃত বেশি। অপরদিকে, কম ঘনত্বযুক্ত স্থানে বায়ুর চাপও কম হয়।

0 Comments: