INFO Breaking
Live
wb_sunny

Breaking News

লাইসোজোম কি? লাইসোজোমের কাজ:

লাইসোজোম কি? লাইসোজোমের কাজ:


আদর্শ প্রাণীকোশের সাইটোপ্লাজমে একক পর্দাবেষ্টিত, আদ্র বিশ্লেষক উৎসেচকপূর্ণ, প্রায় গোলাকার থলির মতো অভি ক্ষুদ্র যেসব অঙ্গাণু অন্তঃকোশীয় ও বহিঃকোশীয় পরিপাকে সাহায্য করে, তাদের 'লাইসোজোম' বলে।

লাইসোজোমের উৎপত্তি:
লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং গলগি বস্তু থেকে উৎপন্ন হয়।

লাইসোজোমের সংখ্যা:
কোশে এদের সংখ্যা অনির্দিষ্ট। তবে ক্ষরণকারী কোশে এবং শ্বেত কণিকার কোশে এদের সংখ্যা বেশি থাকে।

লাইসোজোমের আকার ও আয়তন:
আকারে লাইসোজোম সাধারণত গোলাকার বা বর্তুলাকার হয়। লাইসোজোমের ব্যাস 0.2-0.8 Jum হয়।

লাইসোজোমের বহুরূপতা:
কোশের মধ্যে লাইসোজোমের চাররকমের বহুরূপতা দেখা যায়। যেমন—
  • প্রাথমিক লাইসোজোম: সদ্য সৃষ্ট উৎসেচক বহু ক্ষুদ্র ক্ষুদ্র লাইসোজোম।
  • হেটেরোফ্যাগোজোম: প্রাথমিক লাইসোজোম যখন ফ্যাগোজোম বা পিনেত্বমাজোমের সঙ্গে যুক্ত হয়।
  • অটোফ্যাগোজোম গহ্বর: কোশ-অঙ্গাণুসহ লাইসোজোম।
  • রেসিডিউয়্যাল বডি: অপাচ্য বস্তুসহ লাইসোজোম।

লাইসোজোমের কাজ:
লাইসোজোমের বিভিন্ন কাজগুলি হল—
  • অন্তঃকোশীয় পাচন: ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোশে গৃহীত খাদ্যবস্তু লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে পাচিত হয়।
  • বহিঃকোশীয় পাচন: লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে বহিঃকোশীয় পাচন ঘটায়।
যেমন— শুক্রাণু উৎসেচক নিক্ষেপ করে ডিম্বাণুর প্রাচীরকে পাচিত করে শুক্রাণুর প্রবেশ পথ তৈরি করে।
  • অটোফ্যাগি: রূপান্তরকালে লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে ব্যাঙাচির লেজ, ফুলকা ইত্যাদি পাচিত হয়ে বিলুপ্ত হয়, এই প্রক্রিয়াকে অটোফ্যাগি বলে। পাচিত বস্তু দেহের অন্যান্য অংশের বৃদ্ধিতে সাহায্য করে।
  • স্পার্ম লাইসিন: স্পার্ম লাইসিন লাইসোজোম নিঃসৃত উৎসেচক যা নিষেক কালে ডিম্বাণুর প্রাচীরকে পাচিত করে।

সুইসাইড ব্যাগ কি?
লাইসোজোম উৎসেচকের সাহায্যে কোশমধ্যস্থ বিভিন্ন অঙ্গাণুগুলিকে হজম করে কোশের মৃত্যু ঘটায়। এই কারণে লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলে।

অটোফ্যাগি কি?
লাইসোজোম কর্তৃক কোশীয় খাদ্য বা কোশ-অঙ্গাণুগুলিকে পাচিত করার পদ্ধতিকে অটোফ্যাগি বলে।

অটোলাইসিস কি?
বার্ধক্য বা রোগজনক অবস্থায় লাইসোজোম কর্তৃক কোশ-অঙ্গাণু বা সম্পূর্ণ কোশ পাচিত হওয়াকে অটোলাইসিস বলে।

0 Comments: