INFO Breaking
Live
wb_sunny

Breaking News

শিল্প বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো:

শিল্প বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো:


অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পসামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্পসামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্পবিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ত ব্লকি ১৮৩৭ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম ‘শিল্পবিপ্লব’ কথাটি ব্যবহার করেন।

অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে ইংল্যান্ডে প্রথম শিল্প-বিপ্লব শুরু হয় ও পরে ইউরোপের বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে।

অষ্টাদশ শতকে সংঘটিত শিল্পবিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল:
ধারাবাহিক প্রসার:
ইউরোপের সর্বত্র একই সঙ্গে শিল্পবিপ্লব শুরু হয়নি। সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয় এবং পরে তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

যন্ত্রনির্ভরতা:
শিল্পবিপ্লবে মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে বিভিন্ন কলকারখানায় বৈজ্ঞানিক যন্ত্রপাতির সহায়তায় শিল্পের উৎপাদন কার্য চালু থাকে।

পুঁজি বিনিয়োগ:
শিল্পবিপ্লবের ফলে যে বৃহৎ কলকারখানাগুলি গড়ে ওঠে তার জন্য বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ করা হয়। পুঁজির জোগান দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক শিল্পপতিদের আর্থিক ঋণ দেয়।

শিল্প-শ্রমিকের উদ্ভব:
শিল্পবিপ্লবের পর ইউরোপের বিভিন্ন শহরে কলকারখানার প্রসার ঘটলে দরিদ্র কৃষক ও শ্রমিকরা কাজের আশায় শহরের কারখানাগুলিতে চলে আসতে থাকে। ফলে শহরে শিল্প শ্রমিকের উদ্ভব হয়।

বিবর্তন:
শিল্পবিপ্লব কোনো একটি নির্দিষ্ট বছরে সংঘটিত হয়নি। শিল্পের এই অগ্রগতি দীর্ঘসময় ধরে হওয়ায় অনেকে এই ‘শিল্পবিপ্লব’ -কে ‘শিল্প বিবর্তন’ -ও বলে।

      শিল্পবিপ্লব কৃষি অর্থনীতির স্থলে শিল্প-অর্থনীতির সূচনা করে। এই বিপ্লবের প্রভাবে মানুষ গ্রামজীবন থেকে নগরজীবনে প্রবেশ করে এবং সমাজে মালিক ও শ্রমিক শ্রেণির উদ্ভব ঘটে। ফলে সমাজে শ্রেণিবৈষম্য বাড়তে থাকে।

0 Comments: