INFO Breaking
Live
wb_sunny

Breaking News

আকবরের রাজপুত নীতি:

আকবরের রাজপুত নীতি:


ভারতে মুঘল সাম্রাজ্য সূচনা পর্বে রাজপুত্ররা ছিল মুঘলদের এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। দূরদর্শী আকবর এর শক্তিশালী ও রণনিপুন জনগোষ্ঠীর সঙ্গে অহেতুক কোন সংঘর্ষে না গিয়ে তাদের নানান সুবিধা প্রদান করে এবং তাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করেন। আকবরের এই নীতি রাজপুত নীতি নামে পরিচিত।

আকবরের রাজপুত নীতির প্রধান দুটি দিক:

  • মিত্রতার নীতি:
বৈবাহিক সম্পর্ক স্থাপন, উচ্চ পদে নিয়োগ এবং বিশেষ সুবিধা প্রদান প্রভৃতি হল আকবরের রাজপুতদের প্রতি মিত্রতার নীতি। আকবর এই মিত্রতা নীতি প্রয়োগ করে বিনা যুদ্ধে একে একে কালিঞ্জর, অম্বর, বিকানীর, জয়সলমীর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি সাম্রাজ্যভুক্ত করেন।

  • সংঘর্ষ নীতি:
মিত্রতা নীতির সঙ্গে সঙ্গে রাজপুতানা জয়ের জন্য আকবরকে কোন কোন ক্ষেত্রে যুদ্ধনীতিও গ্রহণ করতে হয়। যেমন- মাড়োয়ারের রাজারা বিদ্রোহ ঘোষণা করেন এবং মেবারের রাজা রানা উদয় সিংহ এবং তাঁর পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বশ্যতা স্বীকারে রাজি না হলে, আকবর চিতোর আক্রমণ করে দখল করেন।

0 Comments: