INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ট্রাফালগারের যুদ্ধের কারণ ও বিবরণ:

ট্রাফালগারের যুদ্ধের কারণ ও বিবরণ:


অ্যামিয়েন্সের সন্ধির (১৮০২ খ্রিঃ) পর ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং উভয়পক্ষের মধ্যে ট্রাফালগারের নৌ যুদ্ধ (১৮০৫ খ্রি.) সংঘটিত হয়।

ট্রাফালগারের যুদ্ধের যে সব কারণ লক্ষ্য করা যায় সে গুলো হল:
অ্যামিয়েন্সের সন্ধি: অ্যামিয়েন্সের সন্ধি-এর (১৮০২ খ্রিঃ) শর্তে মাল্টা দ্বীপ ইংল্যান্ডের ছাড়ার কথা থাকলেও পরে ইংল্যান্ড তা ছাড়তে অস্বীকার করে।

নজরদারি: ইংল্যান্ড মাল্টা দ্বীপ না ছাড়ায় নেপোলিয়ন জার্মানিতে ব্রিটিশ রাজ্যের সম্পত্তির ওপর সেনার নজরদারি শুরু করে।

ফরাসি জাহাজ আক্রমণ: ইংল্যান্ডের নৌবাহিনী বারবার ফরাসি বাণিজ্য-জাহাজগুলি আক্রমণ করতে থাকে। এর প্রতিশােধ নেওয়ার উদ্দেশ্যে নেপোলিয়ন ফ্রান্সে ভ্রমণকারী ১০০০ ইংরেজিতে বন্দি করেন।

অপপ্রচার: ইংল্যান্ডের সংবাদপত্রগুলিতে নেপোলিয়নের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালানাে হয়।ফলে নেপোলিয়ন কুম্ভ হন এবং উভয় শক্তির মধ্যে বিরোধ শুরু হয়।

ফ্রান্সের নৌশক্তি বৃদ্ধি: সামুদ্রিক বাণিজ্য ও নৌযুদ্ধে ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব ধ্বংস করার উদ্দেশ্যে ফ্রান্স নৌশক্তি বুদ্ধিতে তৎপর হয়ে ওঠে। ফলে ইংল্যান্ড আতঙ্কিত হয়ে ওঠে।

ট্রাফালগারের যুদ্ধের (১৮০৫ খ্রিস্টাব্দ) বিবরণ:
ফরাসি শাসক নেপোলিয়নের ১৭৯৮ খ্রিস্টাব্দে নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হলে ইংল্যান্ডের প্রতি তার আক্রোশ সৃষ্টি হয়। এর ফলস্বরুপ ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌ যুদ্ধ (১৮০৫ খ্রিঃ) সংঘটিত হয়।

নেপোলিয়নের যুদ্ধ-প্রস্তুতি: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি (১৮০২ খ্রিঃ) ভেঙে যাওয়ার পর নেপোলিয়ন বিন্নি ঘটনায় ইংল্যান্ডের ওপর ক্ষুব্ধ হন। তিনি সরাসরি ইংলিশ চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরের তীরে ২ লক্ষাধিক সেনা সমাবেশ করেন।

তৃতীয় শক্তিজোট: এই পরিস্থিতিতে ইংল্যান্ডের নেতৃত্বে অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেনকে নিয়ে ১৮০৫ খ্রিস্টাব্দে ফ্রান্স-বিরােধী তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে। এই শক্তিজোট ভাঙার উদ্দেশ্যে নেপোলিয়ন দ্রুতগতিতে অস্ট্রিয়াকে আক্রমণ করে উলের যুদ্ধ (১৮০৫ খ্রিঃ) পরাজিত করেন।

ট্রাফালগারের নৌযুদ্ধ: নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ইংরেজ নৌ-সেনাপতি নেলসন ফরাসি নৌ-সেনাপতি ভিলনেউভ-কে ট্রাফালগারের নৌ যুদ্ধে (২১ অক্টোবর, ১৮০৫ খ্রি.) শােচনীয়ভাবে পরাজিত করেন। যুদ্ধে ফরাসি নৌবহর সম্পূর্ণ ধ্বংস হয়।

0 Comments: