INFO Breaking
Live
wb_sunny

Breaking News

পৌরাণিক কাহিনি (Myth) কী?

পৌরাণিক কাহিনি (Myth) কী?


মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথোজ (Mythos) থেকে, যার অর্থ হল গল্প বলা বা কল্পকাহিনি।

সুনির্দিষ্টভাবে মিথ হল মানবসমাজ ও জগৎ সৃষ্টির ব্যাপারে সৃষ্টিতত্ত্বের সঙ্গে জড়িত এক পবিত্র ভাষ্য তথা ঐতিহ্যগত বিবরণ।
এই কল্পকাহিনি সাহিত্যের সর্বপ্রথম রূপ, যাকে পণ্ডিত হ্যাডেন হোয়াইট (Haden White) বলেছেন- 'a mode of discourse.'
মিথ বলতে কী বোঝায় সেই প্রসঙ্গে The Oxford Illustrated Dictionary-তে বলা হয়েছে যে- 'কিছু অতিমানব, কিছু প্রচলিত ধারণা বা ঐতিহাসিক ব্যাপারকে নিয়ে অলীক সাবেককালের গল্পকথা হল মিথ'।

উদাহরণ: প্রাচীনকাল থেকে দেশ-বিদেশে নানান পৌরাণিক কাহিনির প্রচলন দেখতে পাওয়া যায়।
যেমন-
  1. মহাকবি কালিদাসের কাহিনি।
  2. বেহুলা-লখিন্দরের কাহিনি।
  3. গ্রিসের জিউসের কাহিনি।
  4. রোমান পুরাণের রোমুলাসের কাহিনি ইত্যাদি।

0 Comments: