INFO Breaking
Live
wb_sunny

Breaking News

প্লাবনভূমি (Flood Plain) কাকে বলে? প্লাবনভূমির উৎপত্তি:

প্লাবনভূমি (Flood Plain) কাকে বলে? প্লাবনভূমির উৎপত্তি:


প্লাবনভূমি কাকে বলে?

মধ্য ও নিম্নগতিতে নদীপাড় থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে পলি জমে যে উর্বর সমতল ভূমি গঠিত হয়, তাকে প্লাবনভূমি বলে। 

এতে ছোটো জলাশয় বা বিল, বিশালাকৃতি অগভীর জলাশয় বা হাওড় ও লিভি ভেঙে প্লাবনভূমিতে জল ঢুকলে পলি, বালির ঢালু স্তূপ সৃষ্টি হয়। 

উদাঃ- গঙ্গা, নীল, ইয়াংসি কিয়াং নদীর নিম্ন অববাহিকায় দেখা যায়। 


প্লাবনভূমির উৎপত্তি: 

মধ্য ও নিম্নগতিতে অগভীর উপত্যকা বর্ষাকালে অতিরিক্ত জল বহন করতে না পেরে দুপাশের বাঁধ উপচে বন্যা সৃষ্টি হয়। অববাহিকার নিচু অংশে বন্যার জলে বাহিত পলি, কাদা, বালি দীর্ঘকাল ধরে জমা ও উঁচু হয়ে উর্বর সমতলভূমি গঠিত হয়। এগুলিতে বারংবার প্রায়ই বন্যা হয় ও নতুন পলি জমে উর্বর হয়।



0 Comments: